Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদেও ট্রেন চলবে অর্ধেক যাত্রী নিয়ে: রেলমন্ত্রী


২১ জুলাই ২০২০ ১৩:৩০ | আপডেট: ২১ জুলাই ২০২০ ১৫:৫৮

ফাইল ছবি

ঢাকা: রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘ঈদকে সামনে রেখে যাত্রীর চাপ বাড়লেও রেলওয়ে কোনো বাড়তি যাত্রী পরিবহন করবে না। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে চলছে ঈদেও একইভাবে ট্রেন চলবে।’

মঙ্গলবার (২১ জুলাই) সকালে কমলাপুর রেলও‌য়ে স্টেশ‌নের শহরতলী প্ল্যাটফর্মে (নারায়ণগঞ্জগামী) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে যে কয়টি ট্রেন চলছে ঈদের মধ্যেও সে কয়টি ট্রেন চলবে। বিশেষ ট্রেন বাড়ানো হবে না। ঈদ উপলক্ষে যদি আমরা ট্রেন বাড়িয়ে দেই। তাহলে যাত্রীদের বাড়ি ফিরতে উৎসাহিত করা হবে। তাই আমরা সেটি করবো না।’


রেলমন্ত্রী সব যাত্রীদের ঘরে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘যে যেখানে অবস্থান করছেন সেখান থেকেই ঈদ উৎসব পালন করুন। এই দুর্যোগে বাড়ি গিয়ে আমরা যেন গ্রাম-গঞ্জে এই ভাইরাস ছড়িয়ে না দেই।’

এ সময় উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ আরও অনেকে।

ঈদ বাড়তি যাত্রী রেলওয়ে রেলপথ মন্ত্রী স্বাস্থ্যবিধি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর