Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পার্টির নিরীক্ষা প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা


২১ জুলাই ২০২০ ১৩:২০

ঢাকা: ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিয়েছে জাতীয় পার্টি। মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় নির্বাচন কমিশনে এ নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

নিরীক্ষা প্রতিবেদনে, পার্টির আয় দেখানো হয়েছে ১ কোটি ৯৬ লাখ ২২ হাজার ৫৪৫ টাকা। আর ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার ৫৭০ টাকা।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এ হিসাব বিবরণী জমা দেন। প্রতিনিধি দলে ছিলেন- যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম।

জাতীয় পার্টি নিরীক্ষা প্রতিবেদন নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর