Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিয়েতনামে ফের করোনা সংক্রমণ শনাক্ত


২১ জুলাই ২০২০ ১২:২৬ | আপডেট: ২১ জুলাই ২০২০ ১৪:২৯

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ (নভেল করোনাভাইরাস) এর প্রথম সংক্রমণ ঢেউ মোকাবিলায় ‘সফল’ ভিয়েতনামে নতুন করে ১২ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া থেকে ফেরা ভিয়েতনামের নাগরিকদের একটি দলকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে ১২ জনের করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ ফলাফল পাওয়া গেছে।

আরও পড়ুন – কোভিড-১৯: প্রতিকার নয় প্রতিরোধ ফর্মুলায় জিতেছে ভিয়েতনাম

আরও পড়ুন – করোনা কূটনীতি: চীনের একক কৃতিত্বকে চ্যালেঞ্জ করেছে ভিয়েতনাম

এর আগে, স্বাস্থ্য বিভাগের শক্তিশালী নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে করোনা শনাক্তকরণ পরীক্ষা এবং কেন্দ্রীয় আইসোলেশন ও কোয়ারেনটাইন ব্যবস্থাপনার মাধ্যমে করোনা মোকাবিলায় সফলতার অনন্য নজির সৃষ্টি করেছিল ভিয়েতনাম।

নভেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের প্রতিবেশী হিসেবে উচ্চ সংক্রমণ ঝুঁকিতে থাকার সম্ভাবনা থাকলেও ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, দেশটিতে নতুন ১২ জনসহ এখন পর্যন্ত মাত্র ৩৯৬ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৬০ জনই চিকিৎসা নিয়মিত জীবনে ফিরে গেছেন। ৩৬ জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। কোনো প্রাণহানি নেই। এছাড়াও, তিন মাসের বেশি সময় ধরে দেশটিতে করোনা সংক্রমণের কোনো ঘটনা ছিল না।

প্রসঙ্গত, ভিয়েতনামে মঙ্গলবার (২১ জুলাই) অবধি দুই লাখ ৭৫ হাজার জনের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ভিয়েতনাম সংক্রমণ শনাক্ত

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর