Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপদসীমার ওপরে পদ্মা, মুন্সীগঞ্জে বিস্তৃত হচ্ছে বন্যা


২১ জুলাই ২০২০ ১২:২২

মুন্সীগঞ্জ: উজান থেকে নেমে আসা পানিতে মুন্সীগঞ্জের বন্যা পরিস্থিতি আরও নাজুক হয়েছে। জেলার ভাগ্যকূল পয়েন্টে মঙ্গলবার (২১ জুলাই) পদ্মা নদীর পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটার এবং মাওয়া পয়েন্টে ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিগত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ।

নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মাসংলগ্ন এই জেলার ৩টি উপজেলা টঙ্গীবাড়ী, লৌহজং ও শ্রীনগরের মোট ১৩টি ইউনিয়নের অধিকাংশ এলাকা পানিতে প্লাবিত রয়েছে। ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। পানিবন্দি রয়েছে ২৫টি গ্রামের ২০ হাজারের অধিক মানুষ। বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে ভাঙন। বিশুদ্ধ পানির সংকটে পড়েছে পানি বন্দি মানুষরা।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজান থেকে নেমে আসা স্রোতে পদ্মায় আগামী কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বন্যাকবলিত মানুষদের জন্য চাল, শুকনো খাবার ও পানি বিশুদ্ধ করার জন্য ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। খুলে দেওয়া হয়ছে আশ্রয়ণ কেন্দ্র। তবে জেলার বন্যা কবলিতরা এখনো আশ্রয়ণ কেন্দ্রে অবস্থান নেননি।

টপ নিউজ পদ্মা নদী বন্যা মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর