Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা চিকিৎসায় ‘অনুমোদনহীন’ হাসপাতালে না যাওয়ার পরামর্শ


২১ জুলাই ২০২০ ০৮:২৪

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণে নমুনা পরীক্ষা করাতে ও চিকিৎসা নিতে স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন নেই এমন হাসপাতালে রোগীদের না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা, গণযোগাযোগ ও কমিউনিটি মবিলাইজেশন কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মোস্তফা মঈন উদ্দিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত অনেক বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার সরকারের অনুমোদন, উপযুক্ত কিটস, যন্ত্রপাতি এবং দক্ষ জনবল ছাড়াই কোভিড-১৯ শনাক্তকরণ ও চিকিৎসায় প্রতারণা করছে বলে শোনা যাচ্ছে। মানুষ এসব বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার নামে প্রতারিত হচ্ছে এবং জীবনকে হুমকি মুখে ফেলছে।

এ অবস্থায় জনসাধারণকে কেবলমাত্র সরকারি হাসপাতাল ও সরকার অনুমোদিত বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার থেকে কোভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে কেউ প্রতারণা করছে জানতে পারলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করেছে অধিদফতর।

উল্লেখ্য, এর আগে জেকেজি হেলথ কেয়ার, রিজেন্ট হাসপাতাল ও সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কাণ্ডের পর এই পরামর্শ দেওয়া হয়।

অনুমোদন করোনাভাইরাস নমুনা পরীক্ষা স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর