Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেএমবির ৬ সদস্য রিমান্ডে


২০ জুলাই ২০২০ ১৮:৩৪

ঢাকা: গোপন সংবাদের ভিত্তিতে সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) গ্রেফতার সক্রিয় ছয় সদস্যের দুদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২০ জুলাই) মামলাটির তদন্ত কর্মকর্তা সাভার থানার পরিদর্শক (ইন্সপেক্টর) জাকারিয়া আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এফ এম মারুফ চৌধুরী এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আসামিরা হলেন- রাজশাহীর ওমর ফারুক রুবেল ওরফে সানী (২৮), জামালপুর জেলার হাবিবুর রহমান ওরফে বাদশা (৪৮), একই জেলার সাইদুর রহমান ওরফে সাইদুর (৫৫), মাহবুবুর রহমান ওরফে দুদু (৫৫), শফিকুল ইসলাম শফিক (৩৭) ও গোলাম মোস্তফা (৫১)।

এর আগে গত শনিবার (১৮ জুলাই) রাতে সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু উগ্রবাদী বই, লিফলেট, সাময়িকী ও ডিজিটাল কনটেন্টসহ মোবাইল ফোন জব্দ করা হয়।

৬ সদস্য জেএমবি রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর