Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির তথ্য দুদকে


২০ জুলাই ২০২০ ১৭:২২ | আপডেট: ২০ জুলাই ২০২০ ১৭:২৪

ঢাকা: রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের চুক্তি সংবলিত সব তথ্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর এই তথ্য দুদকে পাঠায় বলে জানা গেছে।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মুহাম্মদ দিলোয়ার বখত সারাবাংলাকে বলেন, ‘আমরা রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি সংবলিত তথ্য স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে পেয়েছি। অনুসন্ধান কর্মকর্তা চেয়েছিল, সেগুলো আমরা পেয়েছি। এখন তিনি সেগুলো পর্যালোচনা করে দেখবেন পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া দরকার।’

বিজ্ঞাপন

এরআগে দুদক গতকালও রিজেন্ট হাসপাতালের তথ্য আনতে স্বাস্থ্য অধিদফতরে যায়। তখন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দুদকের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিককে জানায়, তারা (আজকে) তথ্য দুদকের পাঠিয়ে দেবে। সেই কথা অনুয়ায়ী দুদকে তথ্য পাঠিয়েছে স্বাস্থ্য অধিদফতর।’

উল্লেখ্য, স্বাস্থ্যখাতে মাস্ক কেলেংকারী, পিপিই সরবরাহে দুর্নীতি এবং করোনা টেস্টে ভুল রিপোর্ট, একইসঙ্গে রিজেন্ট হাসপাতালসহ স্বাস্থ্যখাতের দুর্নীতি উত্‌ঘাটনে কাজ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে ১৩ জুলাই রিজেন্ট হাসপাতালের স্বত্বাধিকারী ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। একই দিন জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এরপর থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) রিজেন্ট হাসপাতালসহ স্বাস্থ্যখাতে বিভিন্ন দুর্নীতির বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের কাছে তথ্য চায়।

বিজ্ঞাপন

চুক্তি টপ নিউজ দুদক হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর