Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর বংশালে বিদ্যুৎপৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু


২০ জুলাই ২০২০ ১৬:৫৯

ঢাকা: রাজধানীর বংশাল আলু বাজারে একটি সেলুনের দোকানে বিদ্যুৎস্পৃষ্টে আলামিন (২৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার মৃত ঘোষণা করেন।

আলামিনের সহকর্মী জাহাঙ্গীর আলম জানান,  বংশাল আলুবাজারে মাহবুবের সেলুনের কর্মচারী আল-আমিন। থাকতেন ওই ভবনেই।  সকালে তিনি সেলুন খুলতে গিয়ে দেখেন দোকানের ভেতরে বৃষ্টির পানি জমে আছে। পানিতে পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায়। বাবার নাম বিল্লাল হোসেন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের  জন্য মর্গে রাখা হয়েছে।

বিদ্যুৎপৃষ্টে মৃত্যু রাজধানীর বংশাল