Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তৃণমূল সাইনিং অথরিটি’কে কাজ গুছিয়ে রাখার নির্দেশ বিএনপির


২০ জুলাই ২০২০ ১৫:৪৯

ঢাকা: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ১৫ আগস্ট পর্যন্ত কমিটি পুনর্গঠন স্থগিত রেখেছে বিএনপি। তবে করোনার আগে সারাদেশে দলের যেসব সাংগঠনিক ইউনিটের পুনর্গঠন কাজ শেষ পর্যায়ে ছিল, সেগুলো শেষ করার নির্দেশ দিয়েছে দলটি। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আসা এ নির্দেশ বাস্তবায়ন করবে ‘তৃণমূল সাইনিং অথরিটি।’

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণার দুই দিন আগে সাংগঠনিক কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করে বিএনপি। এরপর চার দফা এই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত ১৫ জুলাই দলের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ আগস্ট পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, করোনা পরিস্থিতি যেহেতু দ্রুত স্বাভাবিক হচ্ছে না এবং কবে নাগাদ স্বাভাবিক হবে, সে বিষয়টিও নিশ্চিত হওয়া যাচ্ছে না, তাই মহামারির মধ্যেই ‘প্রায় সম্পন্ন’ কমিটিগুলো ‘সম্পন্ন’ করার উদ্যোগ নিয়েছে বিএনপির হাইকমান্ড।

জানা গেছে, এ কাজ ত্বরান্বিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলছেন। এরই মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগের তৃণমূল নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন তিনি। এসব বৈঠকে তৃণমূল বিএনপির সাংগঠনিক ইউনিটগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, এক নম্বর যুগ্ম সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব, এক নম্বর যুগ্ম আহ্বায়করা যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।

আর কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সম্প্রতি বিএনপির কেন্দ্র থেকে পাঠানো এ সংক্রান্ত বার্তায় রুহুল কবির রিজভী জানান— আগামী ১৫ অগাস্ট পর্যন্ত দেশব্যাপী বিএনপির সব ইউনিটের নেতাদের মোবাইলে যোগাযোগ, ভার্চুয়াল বৈঠক ইত্যাদির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যেহেতু ‘করোনা’র মধ্যে আনুষ্ঠানিক বৈঠক বা সম্মেলন করে কমিটি পুনর্গঠন সম্ভব নয়, সে কারণে ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা পর্যায়ের সাইনিং অথরিটিকে (সভাপতি-সাধারণ সম্পাদক বা আহ্বায়ক-সদস্য সচিব) মোবাইলে যোগাযোগ ও ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে সাংগঠনিক শেষ করতে নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই এ কাজ করতে বলা হয়েছে।

জানা গেছে, তৃণমূল বিএনপির সাইনিং অথরিটির সুপারিশ করা কমিটি ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে উপজেলা এবং উপজেলা থেকে জেলায় পাঠানো হবে। এভাবেই গঠন হবে পূর্ণাঙ্গ জেলা কমিটি। যাচাই-বাছাই শেষে জেলা কমিটি অনুমোদন দেবে কেন্দ্র।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সারাবাংলাকে বলেন, ‘আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড বন্ধ হয়নি। স্বাস্থ্যবিধি মেনে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড চালু ছিল, চালু আছে। শুধু কমিটি পুনর্গঠনের কাজ স্থগিত করা হয়েছিল। কিন্তু করোনা ক্রাইসিস যেহেতু সহসা যাচ্ছে না, তাই কমিটি পুনর্গঠনের কাজও গুছিয়ে রাখার কথা বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরই মধ্যে তৃণমূল সাইনিং অথরিটিকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।’

‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্কাইপের মাধ্যমে তৃণমূল নেতাদের সঙ্গে সরাসরি কথা বলছেন। দলের মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিবও যুক্ত থাকছেন সেসব বৈঠকে। এরই মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সঙ্গে কথা হয়েছে। বাকি বিভাগগুলোর সঙ্গে পর্যায়ক্রমে কথা বলবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,’— বলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সূত্রমতে, দলের নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব ধরে রাখতে এবং নিজেদের অস্তিত্ব জানান দিতে করোনা মহামারির মধ্যেও ভার্চুয়াল পদ্ধতিতে কমিটি পুনর্গঠন কাজ চলমান রাখতে চায় বিএনপির হাইকমান্ড। এতে করে তৃণমূল বিএনপিতে ‘ঝিমিয়ে পড়া ভাব’ দেখা দেবে না। পুনর্গঠিত কমিটি পূর্ণোদ্যমে কাজ করবে— এমনটিই ভাবছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।

উল্লেখ, গত দেড় বছর ধরে কমিটি পুনর্গঠনের কাজ অব্যাহত রেখেছে বিএনপি। ৭৫টি সাংগঠনিক জেলা ইউনিটের কাজ প্রায় ৯০ ভাগ শেষ করে এনেছিল দলটি। বেশিরভাগ জেলা-উপজেলায় সম্মেলনও আয়োজন করে ফেলেছিল তারা। কিন্তু করোনা মহামারির কারণে সেটি বন্ধ রাখতে হয়। তবে করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় ‘তৃণমূল সাইনিং অথরিটি’কে কাজ গুছিয়ে রাখার নির্দেশ দিল বিএনপি।

করোনাভাইরাস কোভিড-১৯ তৃণমূল পুনর্গঠন বিএনপি সাইনিং অথরিটি সাংগঠনিক ইউনিট সাংগঠনিক কার্যক্রম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর