Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ হত্যা: প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত


২০ জুলাই ২০২০ ১৩:৩৮ | আপডেট: ২০ জুলাই ২০২০ ১৭:০৭

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহতের ঘটনায় মামলার প্রধান আসামি মামুন র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

রোববার (১৯ জুলাই) গভীররাতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত মামুন চান্দপুর গ্রামের মুছার মিয়ার ছেলে।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার প্রধান আসামি মামুনকে ধরতে র‍্যাবের একটি আভিযান দল রাতে চান্দপুর বাজারে অভিযান চালায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মামুনের বাহিনী পাল্টা গুলি চালায়। তখন আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় মামুন আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআই নিহত

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ, গত শুক্রবার বিকেলে সাদা পোষাকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দপুর ব্রিজের কাছে আসামি ধরতে গিয়ে সদর থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির নিহত হন। এতে আহত হন আরেক এএসআই মনিশংকর।

আসামি এএসআই টপ নিউজ বন্দুকযুদ্ধে নিহত ব্রাহ্মণবাড়িয়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর