কোভিড-১৯: ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৪০ হাজার আক্রান্ত
২০ জুলাই ২০২০ ০৯:৪২ | আপডেট: ২০ জুলাই ২০২০ ১৪:৪২
ভারতে সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে রেকর্ড সংখ্যক ৪০ হাজার ২৪৩ জন বৈশ্বিক মহামারি কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। একই সময়ে ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। সূত্র – ওয়ার্ল্ডোমিটার।
এদিকে, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে রোববার (১৯ জুলাই) স্থানীয় সময় সকালে জানানো তথ্যের ভিত্তিতে এনডিটিভি জানিয়েছে, আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৯০২ এবং মৃত্যু হয়েছে ৫৪৩ জনের।
রাজ্যভিত্তিক আক্রান্তের সংখ্যায় ভারতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তারপর পর্যায়ক্রমিকভাবে রয়েছে তামিল নাড়ু, দিল্লি, কর্ণাটক, গুজরাট, উত্তর প্রদেশ ও তেলেঙ্গানা। এছাড়াও, করোনা আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই তৃতীয়স্থানে রয়েছে ভারত।
আরও পড়ুন –
কোভিড-১৯: ভারতে একজনের মৃত্যু
ভারতে করোনা মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স, নেতৃত্বে অর্থমন্ত্রী
করোনাভাইরাস: ভারতে চলছে ১৪ ঘণ্টার জনতা কারফিউ
অন্যদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে, সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সময় সকাল নয়টা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ১৮ হাজার ১০৭ জনে। একই সময়ে দেশটিতে মৃতের সংখ্যা ২৭ হাজার ৫০৩ জন। এছাড়াও, চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন সাত লাখ ৩৯৯ জন।
প্রসঙ্গত, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুসারে দেশটির মোট কোভিড-১৯ আক্রান্তের ৬২.৮৬ শতাংশই সুস্থ্য হয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন।
আরও পড়ুন –
ভারতে ২১ দিনের লকডাউন, লক্ষ্মণ রেখা পার না হওয়ার আহ্বান মোদির
লকডাউন: ভারতের হতদরিদ্রের কাছে ‘মাফ’ চেয়েছেন মোদি
করোনাভাইরাস: ভারতে শি জিনপিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের
ভারতে করোনাভাইরাস সংক্রমণ, তোপের মুখে তাবলিগ জামাত
ভারতে করোনায় একদিনে ৩৭ মৃত্যু
আরও দুই সপ্তাহ বাড়লো ভারতের লকডাউন
করোনাকালে ভারতে মুসলিম বিদ্বেষ প্রকাশিত হয়েছে: অরুন্ধতী রায়
ভারতে লকডাউন শিথিল, কৃষিকাজ চলবে
ভারতের রাষ্ট্রপতি ভবনে ১ নারী করোনা আক্রান্ত, কোয়ারেনটাইনে ১২৫
ভারতে দুঃস্থদের জন্য মাস্ক তৈরি করছেন ফার্স্ট লেডি
ভারতে স্বেচ্ছায় প্লাজমা দান করছেন করোনাজয়ী তাবলিগ সদস্যরা
ভারতে লকডাউন বাড়লো আরও দুই সপ্তাহ
ভারতে পিপিই সংকটের কথা জানিয়ে চাকরিচ্যুত সেই চিকিৎসক পাগলাগারদে
কোভিড-১৯: ভারতে ৬ দিনে ১ লাখ – মোট আক্রান্ত ৫ লাখ
আক্রান্ত ওয়ার্ল্ডোমিটার কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ভারত মৃত্যু রেকর্ড শনাক্ত