Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহাবউদ্দিন মেডিকেলের ওটিতে ১১ বছর আগের মেয়াদোত্তীর্ণ সামগ্রী!


২০ জুলাই ২০২০ ০০:৪৭ | আপডেট: ২০ জুলাই ২০২০ ০৩:১০

ঢাকা: রাজধানীর সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটার (ওটি) থেকে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব সার্জিক্যাল সামগ্রী অপারেশনের সময় রোগীদের অজ্ঞান করার কাজে ব্যবহার করা হতো। র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া এসব সামগ্রী ১১ বছর আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে।

রোববার (১৯ জুলাই) রাজধানীর গুলশান-২-এ অবস্থিত সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালায় র‌্যাব। অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: এবার শাহাবুদ্দিন মেডিকেলে র‌্যাবের অভিযান

সারোয়ার আলম জানান, হাসপাতালের একটি অপারেশন থিয়েটারে অভিযান চালানোর সময় পুরাতন পাঁচটি সার্জিক্যাল সামগ্রী (এনডোট্রাসিয়াল টিউব) পাওয়া যায়। পরে সেগুলো যাচাই করে দেখা যায়, এর কোনোটির মেয়াদ ২০০৯ সালে আবার কোনোটির মেয়াদ ২০১১ সালে শেষ হয়েছে। হাসপাতালটির বাকি চারটি অপারেশন থিয়েটার তালা বদ্ধ ছিল।

অভিযানে উপস্থিত ওষুধ প্রশাসন অধিদফতরের এক কর্মকর্তা জানান, এসব সার্জিক্যাল সামগ্রী অপারেশন করার সময় রোগীর গলার ভেতর ঢোকানো হয়। এই সামগ্রীগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় ‘রোগীর মৃত্যুঝুঁকি’ রয়েছে।

আরও পড়ুন: অনুমোদন ছাড়াই অ্যান্টিবডি টেস্ট করাচ্ছে শাহাবুদ্দিন মেডিকেল!

এদিকে অভিযানে অসহযোগিতা করায় সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদিকে আটক করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগীদের চিকিৎসায় যুক্ত বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে অন্যতম ৫০০ শয্যার সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। সম্প্রতি বেশকিছু অনিয়মের অভিযোগ ওঠে হাসপাতালটির বিরুদ্ধে।

আরও পড়ুন: শাহাবুদ্দিন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের অনুমোদন বাতিল হচ্ছে

অপারেশন থিয়েটার মেয়াদোত্তীর্ণ সামগ্রী সার্জিক্যাল সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর