Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে চীনের করোনা ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন


১৯ জুলাই ২০২০ ২৩:১০ | আপডেট: ২০ জুলাই ২০২০ ০৩:৩৭

চীনে উদ্ভাবিত করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন মানবদেহে চূড়ান্ত বা তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের ‘নীতিগত অনুমোদন’ দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)। চীনের বেসরকারি ওষুধ ও চিকিৎসা সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লি. এই ভ্যাকসিন উদ্ভাবন করেছে।

ভ্যাকসিন ট্রায়ালের এই অনুমোদন রোববার (১৯ জুলাই) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএমআরসি’র পরিচালক ডা. মাহমুদ-উজ-জাহান। তিনি বলেন, ‘আমাদের (বিএমআরসি) ন্যাশনাল রিসার্চ এথিকস কমিটি সিনোভ্যাকের কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে।’

বিজ্ঞাপন

চীন থেকে সংক্রমণ শুরু। এরপর বিশ্বের সব দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। রোববারের তথ্য বলছে, বিশ্বের এক কোটি ৪৪ লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখেরও বেশি মানুষ। আর সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ৮৬ লাখের বেশি। যেভাবে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে, তাতে চীনসহ বিশ্বের অনেক দেশেই ওষুধ কোম্পানিগুলো প্রাণঘাতী এই ভাইরাসের টিকা উদ্ভাবনে মরিয়া হয়ে উঠেছে। এর মধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং চীনের সিনোভ্যাকের উদ্ভাবিত ভ্যাকসিন গবেষণা পর্যায়ে অনেক দূর এগিয়েছে।

ডা. মাহমুদ-উজ-জাহান বলেন, ঢাকাভিত্তিক আন্তর্জাতিক উদারাময় রোগ গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) এই ভ্যাকসিনের ওপর গবেষণা চালানোর অনুমতি চেয়ে একটি গবেষণা প্রটোকল পেশ করেছে। এর পরিপ্রেক্ষিতে চীনে উদ্ভাবিত ভ্যাকসিনটির চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএমআরসি।

বিজ্ঞাপন

চিকিৎসা গবেষণা কাউন্সিলের এই কর্মকর্তা বলেন, ভ্যাকসিনটির নিরাপত্তা ও অন্যান্য সব দিকে বিবেচনা করে ‘বাংলাদেশের স্বার্থে’ই এই অনুমোদন দেওয়া হয়েছে। আমরা চীনে সিনোভ্যাকের গবেষণার অগ্রগতি যাচাই-বাছাই ও আইসিডিডিআর,বি’র প্রস্তাবটি রিভিউ করেই অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছি। পর্যালোচনা করে আমরা দেখেছি, চীনে ভ্যাকসিনটি পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও এর অগ্রগতি সম্ভাবনাময়।

ডা. মাহমুদ বলেন, বিএমআরসি’র এই অনুমোদনের পরও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি হেলথ) ও ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালকের অনুমোদনের প্রয়োজন রয়েছে। তবে, আইসিডিডিআর,বি কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখনো সিনোভ্যাকের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির অপেক্ষায় রয়েছেন।

আইসিডিডিআর,বি জানিয়েছে, দেশে সাতটি প্রতিষ্ঠানে ভ্যাকসিনটির ট্রায়াল হবে। এগুলো হলো— ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ) ইউনিট-১ ও ইউনিট-২, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মহানগর জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। বাসস।

আরও পড়ুন-

কোভিড-১৯: ভ্যাকসিন অনুমোদন পায় যে প্রক্রিয়ায়

ক্লিনিক্যাল ট্রায়ালেও সফল রাশিয়ার করোনা ভ্যাকসিন!

দেশেই করোনার ভ্যাকসিন আবিষ্কার— দাবি গ্লোব বায়োটেকের

করোনাভাইরাসের ভ্যাকসিন করোনার ভ্যাকসিন কোভিড-১৯ ক্লিনিক্যাল ট্রায়াল চীনের ভ্যাকসিন টপ নিউজ বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসি মানবদেহে প্রয়োগ সিনোভ্যাক বায়োটেক

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর