Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরে ২৫ লাখ টাকাসহ তিন কর্মচারি আটক


১৯ জুলাই ২০২০ ২২:১৬

চট্টগ্রাম ব্যুরো : নগদ ২৫ লাখ টাকাসহ চট্টগ্রাম বন্দরের তিন কর্মচারি আটক হয়েছে। রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় বন্দর ভবন থেকে তাদের আটক করেন একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে তাদের বন্দরের নিরাপত্তা বিভাগে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে জানিয়েছেন, আটক তিনজনের মধ্যে দেলোয়ার হোসেন নামে একজন বন্দরের মেরিন বিভাগে কর্মরত আছেন। বাকি দুজন প্রকৌশল বিভাগে আছেন। তিনজনই চতুর্থ শ্রেণীর কর্মচারি।

বিজ্ঞাপন

সচিব বলেন, আটকের পর তাদের শরীরে তল্লাশি করে ২৫ লাখ টাকার মতো পাওয়া গেছে। তাদের স্ব স্ব বিভাগের কাছে দেওয়া হচ্ছে। তিনজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। জব্দ টাকার উৎসও খতিয়ে দেখা হবে বলে জানান সচিব।

এদিকে তিনজনকে আটকের খবর পেয়ে বন্দর থানা পুলিশও ঘটনাস্থলে যায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা সারাবাংলাকে বলেন, ‘২৫ লাখ টাকাসহ তিন কর্মচারিকে আটক করে এনএসআই বন্দরের সিকিউরিটি বিভাগে হস্তান্তর করে। তারা টাকার উৎস সম্পর্কে কিছুই জানাতে পারেনি। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। বিভাগীয় সিদ্ধান্তের প্রক্রিয়া চলছে বলে আমরা জানতে পেরেছি।’

২৫ লাখ টাকাসহ তিনজন আটক চট্টগ্রাম বন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর