Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনাকালে বুঝতে পারছি অক্সিজেনের গুরুত্ব’


১৯ জুলাই ২০২০ ২১:০৫ | আপডেট: ১৯ জুলাই ২০২০ ২১:১৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘করোনাকালে আমরা বুঝতে পারছি, অক্সিজেনের গুরুত্ব কতটুকু। করোনায় আক্রান্ত হয়ে যাদের শ্বাসকষ্ট হয়েছিল, তারা অক্সিজেনের জন্য ছটফট করেছেন। অক্সিজেনের অভাবে অনেক প্রাণ অকালে ঝরে গেছে।’

রোববার (১৯ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেছেন।

বিজ্ঞাপন

মেয়র আরও বলেন, ‘এখন আমাদের কর্তব্য হচ্ছে ব্যাপকভাবে গাছ লাগিয়ে অক্সিজেনের ভাণ্ডারকে সমৃদ্ধ করা। করোনাকালে জীবন ও জীবিকার গতি থেমে গেছে। স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত জীবন ও জীবিকার গতি ছন্দহীন হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি, এ সংকট একদিন কেটে যাবে। কিন্তু ভবিষ্যতের জন্য একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ আমাদের তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী মুজিববর্ষে এক কোটি গাছের চারা লাগানোর যে কর্মসূচির ঘোষণা দিয়েছেন, আমরা তার সহযাত্রী।’

অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা যারা এ প্রকৃতিকে অবহেলা করেছি, সেই প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। আমরা আজ অনেক কাছের মানুষ ও প্রিয়জনকে হারিয়ে ফেলেছি। হারিয়ে যাওয়া প্রিয়জনের মিছিল কত দীর্ঘ হবে জানি না। তবে আশা বাঁচিয়ে রেখে জীবন ও প্রকৃতিকে ভালোবাসতে হবে।’

নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, শ্রম সম্পাদক আবদুল আহাদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম আওয়ামী লীগ চারা বিতরণ বৃক্ষরোপণ সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন