যদিও পৃথিবী বৈরী, কদমগুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি…
১৯ জুলাই ২০২০ ২১:০৪ | আপডেট: ২০ জুলাই ২০২০ ০১:২৩
বর্ষার ফুল কদম। অনেকে বর্ষার প্রথম দিন থেকেই চিরায়ত রোমান্টিক উপায়ে প্রিয়জনকে একগুচ্ছ কদম উপহার দিয়ে মুগ্ধ করার চেষ্টা করে। এই প্রক্রিয়া চলে প্রায় মাসজুড়েই। রাজধানীর বিভিন্ন সড়কে কিনতেও পাওয়া যায় এসব কদমগুচ্ছ। ছোট ছোট ছিন্নমূল ছেলে-মেয়েরাই এগুলো বিক্রি করে। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় কমে গেছে রাস্তাঘাটে মানুষজনের আনাগোনা। ঘরন্দি মানুষগুলোও এবছর প্রিয়জনের জন্য খুব একটা কদমফুল কিনছে না। এই বৈরী সময়ে, তবুও কদমগুচ্ছ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে তারা…।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ। লিখেছেন সারাবাংলার অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর মুনীর মমতাজ