বিপন্ন হাঙর শিকার করে তেল সংগ্রহ, গ্রেফতার ৩
১৯ জুলাই ২০২০ ১৯:৪৭ | আপডেট: ১৯ জুলাই ২০২০ ১৯:৪৮
চট্টগ্রাম ব্যুরো: বিপন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণি হাঙরের ৩ হাজার ৬০০ লিটার তেলসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। সাগর থেকে হাঙর শিকারের পর সংগ্রহ করা তেল তারা গোপনে পাচার করে বলে র্যাব জানিয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাতে নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে তেল উদ্ধার করা হয়েছে। এসময় গ্রেফতার হওয়া তিনজন হলো- রাশেদ (৩২), কাজী সোয়েল (৩২) ও সাগর (২৭)।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, একটি চক্র গভীর সাগর থেকে বিপন্ন প্রজাতির হাঙর শিকার করে আনে। তারপর কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় বিভিন্ন চরে সেগুলো থেকে তেল সংগ্রহ করে। এরপর দেশের বিভিন্নস্থানে পাচার করে। ওষুধ ও বিভিন্ন ধরনের খাবার তৈরিতে এই তেল ব্যবহার করা হয়।’
জব্দ তেল ময়মনসিংহে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন তিনি।
এএসপি তারেক আজিজ আরও জানান, অভিযানের সময় ট্রাকে চার জন ছিল। বেলাল নামে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।