Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কল্যাণপুরে গ্যাসের চুলা বিস্ফোরণে পাঁচজন অগ্নিদগ্ধ


৭ মার্চ ২০১৮ ২২:৫৮ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৪৮

ঢামেক করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর কল্যাণপুরে গ্যাসের চুলা বিস্ফোরণে পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছে। কল্যাণপুরের ২ নম্বর রোডের একটি বাসার চারতলায় বুধবার (০৭ মার্চ) রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন— আব্দুল মালেক (৩৫), তার স্ত্রী রীনা বেগম (২৯), তাদের ১১ মাসের সন্তান আফ্রিদা এবং রীনা বেগমের বোন আর্জু বেগম (২৭) ও তার স্বামী রফিকুল ইসলাম (৩০)।

অগ্নিদগ্ধ আবুল মালেক বলেন, ‘রফিকুল ইসলাম আমার ভাইরা-ভাই। আমরা চারতলাতে থাকি। আর্জু বেগম রান্না করছিল। হঠাৎ একটা বিকট শব্দ হয়ে গ্যাসের চুলায় বিস্ফোরণ ঘটে। এতে প্রথমে আর্জু বেগম অগ্নিদগ্ধ হয়। এরপর আগুনে আফ্রিদা আহত হয়। আর আমরা বাকিরা ওদের উদ্ধার করতে গিয়ে আহত হই।’

 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, ‘আর্জু বেগম ও ১১ মাসের বাচ্চাটি প্রায় সম্পূর্ণ পুরে গেছেন। তাদের অবস্থা আশংকাজনক। বাকিরা শংকা মুক্ত হলেও হাতে ও পায়ে অগ্নিদগ্ধ হয়েছেন।’

সারাবাংলা/আইজেকে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর