Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বয়সসীমা অতিক্রান্ত হওয়ায় ডিএসসিসি’র ৭ কর্মী কর্মচ্যুত


১৯ জুলাই ২০২০ ১৭:০৬ | আপডেট: ১৯ জুলাই ২০২০ ১৮:০১

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন বিভাগ ও দফতরে কর্মরত পাঁচ জন পরিচ্ছন্নতাকর্মী ও দু’জন মালীকে কর্মচ্যুত করা হয়েছে। এদের প্রত্যেকের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় করপোরেশন এ সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ১৬ জুলাই ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামানের সই করা এক অফিস আদেশে এই সাত জনকে কর্মচ্যুত করা হয়েছে।

বিজ্ঞাপন

কর্মচ্যুত সাত জন হলেন— পরিচ্ছন্নতাকর্মী শ্রী মতি উমা রানী, আব্দুল হক, হারেজ আলী, আজমেরী বেগম, মুর্তজা বেগম এবং মালী সিরাজ বেপারী ও সাইদুর রহমান।

এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, যাদেরকে কর্মচ্যুত করা হয়েছে, তারা করপোরেশনে মাস্টার রোলে (কাজ করলে মজুরি, না করলে নেই) কাজ করতেন। আদেশে বলা হয়, সংশ্লিষ্ট  কর্মীদের বয়স এরই মধ্যে ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাদেরকে  কর্মচ্যুত করা হলো।

জনস্বার্থ জারি করা এই অফিস আদেশ ১৭ জুলাই থেকে কার্যকর হয়েছে এবং দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত ছিলেন বলে কর্মচ্যুত সাত জন করপোরেশন বিধিমালা অনুযায়ী কোনো ধরনের আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না বলেও উল্লেখ করা হয়।

এর আগে ডিএসসিসির মেয়র হিসেবে শেখ তাপস দায়িত্ব নেওয়ার পর এই সাতজন ছাড়াও মশক নিধনকর্মী রাজন এবং দু’জন শীর্ষ কর্মকর্তাসহ চার জন চাকুরিচ্যুত হয়েছেন।

কর্মচ্যুত ডিএসসিসি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মাস্টার রোল

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

আরো

সম্পর্কিত খবর