Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে ১০০০ চারা রোপণ কর্মসূচি আনসার বাহিনীর


১৯ জুলাই ২০২০ ১৬:৪০

বান্দরবান: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বান্দরবানের ৭ উপজেলায় ১০০০টি ফলজ ও ভেষজ চারা রোপণ কর্মসূচি হাতে নিয়েছে জেলা গ্রাম প্রতিরক্ষা ও আনসার বাহিনী। রোববার (১৯ জুলাই) এ কর্মসূচির উদ্বোধন করেন গ্রাম প্রতিরক্ষা ও আনসার বাহিনীর বান্দরবান পার্বত্য জেলা কমান্ড্যান্ট মো. সাহাদাত হোসেন বিভিএম।

আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, বাহিনীর চট্টগ্রামে রেঞ্জের উপপরিচালক মো. সামছুল আলমের তত্ত্বাবধানে জেলা আনসার বাহিনী এ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এ দিন চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার বাহিনীর ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক এ এইচ এম সাইফুল্লাহ হাবিব।

বিজ্ঞাপন

চারা রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে গ্রাম প্রতিরক্ষা ও আনসার বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. সাহাদাত হোসেন, বিভিএম তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক দেশমাতৃকার জন্য নিবেদিত প্রাণ একজন দেশপ্রেমিক ও চৌকস সংগঠক। মহাপরিচালক মহোদয়ের সুনির্দিষ্ট নির্দেশনা মোতাবেক বৃক্ষরোপণ অভিযান ২০২০ কার্যক্রম শুরু করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে মানুষ বৃক্ষরোপণের গুরুত্ব অনুধাবন করে নিজ নিজ অবস্থান থেকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অসামান্য ভূমিকা পালন করবেন বলে মনে করি।’

জাতীয় সকল গুরুত্বপূর্ণ কাজে ও দেশের সংকটকালীন সময়ে অতীতের মতো বান্দরবান পার্বত্য জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য জনগণের পাশে থেকে কাজ করবে বলে এ সময় প্রত্যয় ব্যক্ত করেন জেলা কমান্ড্যান্ট মো. সাহাদাত হোসেন।

বিজ্ঞাপন

চারা রোপণ জাতির পিতা জেলা আনসার মুজিববর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর