এবার শাহাবুদ্দিন মেডিকেলে র্যাবের অভিযান
১৯ জুলাই ২০২০ ১৬:০৬ | আপডেট: ১৯ জুলাই ২০২০ ১৮:০৪
ঢাকা: অনুমতি ছাড়াই র্যাপিড টেস্ট কিট (অ্যান্ডিবডি) ব্যবহার এবং পিসিআর ল্যাব না থাকার পরও হাসপাতালে ভর্তি রোগী ও বহির্বিভাগের রোগীদের কাছ থেকে নমুনা পরীক্ষার জন্য অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে এবার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ জুলাই) দুপুরে এই অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্বে থাকা র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অনুমতি ছাড়াই অ্যান্টিবডি টেস্ট করা ও তার রিপোর্ট প্রদানসহ হাসপাতালটির বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগে অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’
অভিযানে র্যাব-১-এর ভ্রাম্যামাণ আদালতকে সহযোগিতা করছে স্বাস্থ্য অধিদফতর।
উল্লেখ্য, এর আগে গত ১২ জুলাই ‘অনুমোদন ছাড়াই অ্যান্টিবডি টেস্ট করাচ্ছে শাহাবুদ্দিন মেডিকেল!’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে সারাবাংলা। ওইদিনই শাহাবুদ্দিন মেডিকেল কলেজসহ ৫টি পিসিআর ল্যাবের অনুমোদন বাতিল করা হয়।