Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে করোনায় প্রথম মৃত্যু


১৮ জুলাই ২০২০ ১৯:২০

জয়পুরহাট: জয়পুরহাটে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মামুন সরদার নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: সেলিম মিয়া। মামুন সরদারের বাড়ি কালাই উপজেলার পৌর সদরের থানাপাড়া মহল্লায়।

পারিবারিক সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে শুক্রবার টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

বিজ্ঞাপন

সিভিল সার্জন ডা: সেলিম মিয়া জানান, মৃত ওই ব্যক্তির করোনা পজিটিভ ছিল।

উল্লেখ্য, জয়পুরহাট জেলায় এ পর্যন্ত ৮ হাজার ৮১৫জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ফলাফল এসেছে ৭ হাজার ৪৯৩ জনের। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬২৩। আর সুস্থ হয়েছেন ৩৭৮ জন।

জয়পুরহাট জয়পুরহাটে করোনায় প্রথম মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর