Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই মাসের হিসাবে বেতন-বোনাস পাবেন শিক্ষকরা


১৮ জুলাই ২০২০ ১৬:০৪

ঢাকা: জুন নয়, জুলাই মাসের হিসাবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের ঈদ বোনাস দেওয়া হবে। শনিবার (১৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা যায়। রোববার (১৯ জুলাই) এ বিষয়ে মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হবে বলেও জানা গেছে।

অধিদফতর সূত্র জানিয়েছে, শিক্ষকদের জুলাই মাসে মূল বেতনের সঙ্গে ৫ শতাংশ প্রবৃদ্ধি যুক্ত হওয়ায় এই মাসের বেতনের সঙ্গে মিলিয়ে বোনাস দেওয়া হবে। জুন মাসের বেতন অনুসারে উৎসব ভাতা দেওয়া হলে আর্থিক দিক থেকে শিক্ষকরা ঠকবেন। এজন্য জুলাই মাসের হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ে ঈদ বোনাসের টাকা ছাড়ের প্রস্তাব পাঠানো হবে।

বিজ্ঞাপন

সেক্ষেত্রে অবশ্য আগামী ১ আগস্টকে ঈদুল আজহার দিন ধরা হয়েছে। তবে কোনো কারণে যদি ৩১ জুলাই ঈদ উদযাপন হয় তাহলে শিক্ষকদের জুন মাসের বেতন অনুসারে উৎসব ভাতার টাকার পরিমাণ নির্ধারণ করা হবে।

জুলাই বেতন-বোনাস মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর শিক্ষক

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর