দিনাজপুরে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
১৮ জুলাই ২০২০ ১৬:০০
দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় নবাবগঞ্জ উপজেলার চড়ার হাট পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আব্দুর রশীদ (৬০), আনজু আরা বেগম )৪২) এবং বাসু দেব বর্মন (১৮)।
আব্দুর রশীদ নবাবগঞ্জ উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের রঞ্জয়ড়যর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে, আঞ্জু আরা বেগম একই উপজেলার ৫ নং পুটিমারা ইউপি’র নয়া পাড়া গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী, বাসু দেব নবাবগঞ্জ উপজেলার ৪ নং শালকুড়িয়া ইউনিয়ন পরিষদের বেড়া মালিয়া গ্রামের ভুরাই বর্মনের ছেলে।
আহতরা ব্যক্তিরা হলেন—ইজিবাইক অটো চালক আকতারুজামান (৩৫) ও যাত্রী ওমর ফারুক (৬০)। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান সড়ক দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুরগামী মাল বোঝাই ট্রাক (দিনাজপুর-ট-১১-০১৫৭) এবং নবাবগঞ্জগামী যাত্রী বোঝাই একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন মারা গেছেন। ট্রাক ও ইজিবাইক আটক করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।