Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪, শনাক্ত ২৭০৯ জন


১৮ জুলাই ২০২০ ১৫:১৮

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) এ গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ হাজার ৫৮১ জন কোভিড রোগী মারা গেলেন। এ সময়ে ২ হাজার ৭০৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ২ হাজার ৬৬ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৩ জন। মোট সুস্থ হলেন ১ লাখ ১০ হাজার ৯৮ জন।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার দফায় দফায় সাধারণ ছুটি ঘোষণা করে। ৩১ মে সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হয়। এরপর থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সরকারি-বেসরকারি অফিস খোলা রাখা হয়েছে।

সরকারি-বেসরকারি অফিস খোলা থাকলে করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সব ধরনের শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

করোনা মোকাবিলা করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর