শ্বশুরবাড়িতে ছুরিকাঘাতে জামাইয়ের মৃত্যু
১৮ জুলাই ২০২০ ১৪:২৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন গ্রামে শ্বশুরবাড়িতে ছুরিকাঘাতে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম সুমন (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, শ্বশুরের পরিবারের সদস্যদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ওই ব্যক্তি নিজে গলায় ছুরিকাঘাত করেছিল বলে তারা তথ্য পেয়েছে। তবে, তাকে কেউ ছুরিকাঘাত করেছিল কি না – তাও খতিয়ে দেখা হচ্ছে।
মৃত সাইফুল ইসলাম সুমনের বাড়ি একই ইউনিয়নের পূর্ব বিনুনিহারা গ্রামে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি শুরুর আগে গত ফেব্রুয়ারিতে সাইফুল সৌদিআরব থেকে দেশে ফেরেন।
এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান সারাবাংলাকে বলেন, সাইফুলের সঙ্গে রাগ করে তার স্ত্রী বাবার বাড়িতে চলে আসে। সাইফুল তাকে নিতে গেলে স্ত্রী ও শ্বশুরের পরিবারের সদস্যদের সঙ্গে তার ঝগড়া হয়। তাদের দাবি, ঝগড়ার একপর্যায়ে সাইফুল নিজেই গলায় ছুরি দিয়ে আঘাত করে। তারাই সাইফুলকে চমেক হাসপাতালে নিয়ে যান। মারা যাবার খবর পেয়ে আমাদের টিম হাসপাতালে যায়।