Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে দৈনিক আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড


১৮ জুলাই ২০২০ ১৪:০৮ | আপডেট: ১৮ জুলাই ২০২০ ১৬:০১

যুক্তরাষ্ট্রে শুক্রবার (১৭ জুলাই) বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ নতুন করে আরও ৭৭ হাজার ৬৩৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টার হিসাবে এ ভাইরাসে আক্রান্তের এটি আরেকটি নতুন রেকর্ড। খবর এএফপি।

এ নিয়ে পরপর তিন দিন দেশটিতে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হলো।

এদিকে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৯২৭ জন প্রাণ হারিয়েছে।

এ ব্যাপারে বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাষ্ট্র এখনো তাদের দেশের করোনা সংক্রমণের প্রথম ঢেউ থেকেই বেরিয়ে আসতে পারেনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে, বিশেষ করে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। এতে, ওই দুই অঞ্চলের অঙ্গরাজ্যগুলোর ব্যবসা প্রতিষ্ঠান ফের খুলে দেয়ার প্রক্রিয়া থেমে গেছে।

অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস কাউন্টিতে নতুন করে চার হাজার ৫৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ ব্যাপারে কাউন্টি’র জনস্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার এক বিবৃতিতে বলেন, প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ ছাড়া করোনাভাইরাস নিয়ন্ত্রণ সম্ভব হবে না।

প্রসঙ্গত, শনিবার (১৮ জুলাই) এ প্রতিবেদন লেখা অবধি যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ৭০ হাজার ১৩৮ জনে। মৃত্যু হয়েছে এক লাখ ৪২ হাজার ৬৫ জনের।

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস যুক্তরাষ্ট্র শনাক্তের রেকর্ড

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর