Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য অধিদফতরের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল: তথ্যমন্ত্রী


১৭ জুলাই ২০২০ ২২:০০

চট্টগ্রাম ব্যুরো : সরকার প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। জেকেজি ও রিজেন্ট গ্রুপের অনিয়ম প্রসঙ্গে তিনি বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ সব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। অনেকেই সমালোচনা করেন ঘরে বসে টেলিভিশনে উঁকি দিয়ে, তারা ঘর থেকেও বের হন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্মিলিত প্রচেষ্টায় মহামারি দুর্যোগ মোকাবিলা করার জন্য আহ্বান জানিয়েছিলেন, সেই আহ্বানে যারা সাড়া দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতে জেকেজি ও রিজেন্ট গ্রুপের অনিয়মগুলো সরকারই উদঘাটন করেছে। কোনো পত্রিকার প্রতিবেদন দেখে বা বিরোধী দল বলেছে এ জন্য উদঘাটন হয়নি। ব্যক্তিগতভাবে মনে করি, স্বাস্থ্য অধিদফতরের এ ব্যাপারে আরেকটু সতর্ক হওয়া প্রয়োজন ছিল।’

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের কারণে করোনা ভাইরাসে মৃত্যুর হার পৃথিবীর যে কয়টি দেশে মৃত্যুর হার সবচেয়ে কম, এর মধ্যে বাংলাদেশ অন্যতম। শুরুতে চট্টগ্রামে অনেক সংকট ছিল। কিন্তু বর্তমানে চট্টগ্রামে সেই সংকট নেই। আইসিইউ নিয়ে হাহাকার ছিল। কিন্তু এখন আইসিইউ বেড খালি পড়ে আছে।’

এস আলম গ্রুপের উদ্যোগে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০০টি হাইফ্লো নজেল ক্যানোলা প্রদান, চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ এন্ড হসপিটালকে কোভিড-১৯ হসপিটালে রূপান্তর, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন এবং কক্সবাজার জেলায় দুটি অ্যাম্বুলেন্স প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক ও সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফয়সাল ইকবাল চৌধুরী এবং এস আলম গ্রুপের প্রতিনিধি আকিজ উদ্দিন।

করোনা মোকাবিলা করোনাভাইরাস টপ নিউজ তথ্যমন্ত্রী রিজেন্ট হাসপাতাল স্বাস্থ্য অধিদফতর হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর