Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও বিশ্বসেরা ১০০০ ব্যাংকের তালিকায় ইসলামী ব্যাংক


১৭ জুলাই ২০২০ ১৬:৫৩

ঢাকা: আরও ৩৯ ধাপ এগিয়ে আবারও বিশ্বসেরা ১০০০ ব্যাংকের তালিকায় দেশের একমাত্র ব্যাংক হিসেবে টানা ৯ম বারের মতো অবস্থান ধরে রেখেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। যুক্তরাজ্যভিত্তিক শতাব্দী প্রাচীন বিশ্বখ্যাত ফাইন্যান্সিয়াল ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ এর করা ২০২০ সালের র‌্যাংকিংয়ে ইসলামী ব্যাংকের অবস্থান ৯০৪তম। ২০১৯ সালে যা ছিলো ৯৪৩তম।

এর আগে, ২০১২ সালে ইসলামী ব্যাংক দেশের একমাত্র ব্যাংক হিসেবে প্রথম বিশ্বসেরা ব্যাংকের এ তালিকায় অন্তর্ভূক্ত হয়। এ অর্জনে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারহোল্ডার, গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সম্প্রতি ইসলামী ব্যাংক এক লাখ কোটি টাকা আমানতের মাইলফলক অতিক্রম করেছে। আমানতের পাশাপাশি এ বছরের জুন মাসে অতীতের সকল রেকর্ড অতিক্রম করে সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স আহরণ করেছে। গত একবছরে ইসলামী ব্যাংক ৩৫ হাজার কোটি টাকা রেমিট্যান্স আহরণ করেছে যা ৪১৫০ মিলিয়ন মার্কিন ডলার এর সমপরিমাণ। বর্তমানে রেমিট্যান্স আহরণে ইসলামী ব্যাংকের মার্কেট শেয়ার ৩২ শতাংশ।

শরী‘আহ ভিত্তিক ব্যাংকিংয়ের অগ্রপথিক এই ব্যাংকটির বর্তমান গ্রাহক সংখ্যা দেড় কোটি। ইসলামী ব্যাংক বর্তমানে ৩৫৭টি শাখা, ৬০টি উপশাখা, ১২০০ এজেন্ট আউটলেট, ৬৬০টি নিজস্ব ও প্রায় ১১ হাজার শেয়ারড এটিএম ও সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে।

ইসলামী ব্যাংক বিশ্বসেরা ১০০০ ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর