Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবরিনা আরও ২ দিনের রিমান্ডে


১৭ জুলাই ২০২০ ১৪:২২

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড ১৯) পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনুমতি বাতিল হওয়া জেকেজি হেলথকেয়ারের ‘চেয়ারম্যান’ ডা. সাবরিনা আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৭ জুলাই ) দুপুরে শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমান এ  রিমান্ডের আদেশ দেন। এর আগে ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৩ জুলাই ঢাকা মেট্রোপলিটন ম‌্যাজিস্ট্রেট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

বিজ্ঞাপন

এদিন তেজগাঁও থানায় দায়ের করা প্রতারণা মামলায় সাবরিনাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। আগের তিন দিনের রিমান্ড থেকে যথেষ্ট তথ্য পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য জানতে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। এ কারণে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি নিয়ে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগের দিন ১২ জুলাই দুপুর ১টার দিকে ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেয় তেজগাঁও পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করা হয়।

ডা. সাবরিনা একজন সরকারি চিকিৎসক হয়েও নিজেকে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান বলে পরিচয় দিতেন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো ধরনের অনুমতি ছাড়াই বাসায় গিয়ে নমুনা সংগ্রহ, সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করিয়েও টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগ ছিল। পরে স্বাস্থ্য অধিদফতর জেকেজি’র নমুনা সংগ্রহের অনুমতি বাতিল করে।

এদিকে, জেকেজি’র মূল প্রতিষ্ঠান ওভাল গ্রুপের প্রধান আরিফুলসহ বেশ কয়েকজন এসব অনিয়ম-প্রতারণার অভিযোগে গ্রেফতার হন। পরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন ডা. সাবরিনাও। তিনি আরিফের স্ত্রী। যদিও পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে ডা. সাবরিনা জানিয়েছেন, আরিফকে তালাক দিয়েছেন তিনি। এদিকে, এরই মধ্যে ডা. সাবরিনাকে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

ওভাল গ্রুপ করোনা পরীক্ষায় প্রতারণা জেকেজি হেলথকেয়ার টপ নিউজ ডা. সাবরিনা ডা. সাবরিনা আরিফ চৌধুরী রিমান্ড

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর