Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুরে দাঁড়াচ্ছে চীনের অর্থনীতি


১৭ জুলাই ২০২০ ১৩:৫৯

নভেল করোনাভাইরাসের ধাক্কা সামলিয়ে ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে চীনের অর্থনীতি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটি ৩.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। খবর বিবিসি।

এর আগে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে বছরের প্রথম তিনমাসে করোনা সংক্রমণ ঠকাতে আরোপিত কঠোর লকডাউনের কারণে অর্থনীতির গতি অনেকটাই নিম্নমুখী হয়ে পড়েছিল। ওই চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি রেকর্ড ৬.৮ শতাংশ কমে গিয়েছিল।

বিজ্ঞাপন

তবে, বৃহস্পতিবার (১৬ জুলাই) চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত এক হিসাব থেকে, এপ্রিল থেকে জুন মাসের মধ্যে চীনের জিডিপি বাড়তে দেখা গেছে।

এ ব্যাপারে বিবিসি জানিয়েছে, বিশেষজ্ঞদের ধারণার চেয়েও বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে চীন। এর মধ্য দিয়ে দেশটির অর্থনীতি একলাফে অনেক নিচে নেমে যাওয়ার পর আবার খুব দ্রুতই চাঙ্গা হয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এদিকে, চীন সরকার ঘোষিত সব প্রণোদানা প্যাকেজই কাজে লেগেছে বলে প্রমাণ মিলছে। শিল্প কারখানাগুলোতেও পুনরায় কাজ শুরু হয়েছে। বাণিজ্যিক উৎপাদনে অগ্রগতি স্পষ্ট হয়েছে। যদিও খুচরা বাজারে লকডাউনের ছাপ এখনও বিদ্যমান। এক্ষেত্রে অগ্রগতি তুলনামূলক কম হয়েছে। তাছাড়া, ভোক্তার ব্যয়ও এখনও অনেকখানি কমে গেছে। তবে, পর্যটনসহ আরও কয়েকটি খাতে অর্থনৈতিক ক্ষতি অনেকটাই পুষিয়ে আনতে পেরেছে চীন – এমনটাই উল্লেখ করা হয়েছে বিবিসি’র ওই প্রতিবেদনে।

অন্যদিকে, চীনে জুন মাসে কর্মসংস্থান বেড়েছে। শহর এলাকায় বেকারত্বের হার আগের মাসের তুলনায় ৭.৫ শতাংশ কমেছে বলে জানিয়েছে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। ওই ভাইরাস সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর গণসংক্রমণ ঠেকাতে গিয়ে আরোপিত লকডাউনের কারণে সারা দুনিয়ায় ব্যবসাখাত অর্থনৈতিকভাবে অবর্ননীয় ক্ষতির মুখে পড়েছে। করোনা সংক্রমণ শুরুর ছয় মাসের মাথায় চীনের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সংবাদ বৈশ্বিক অর্থনীতিতে সুদিন ফেরানোর প্রথমধাপ বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

অর্থনীতি কোভিড-১৯ চীন জিডিপি নভেল করোনাভাইরাস প্রবৃদ্ধি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর