Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা সেরো-সার্ভেইল্যান্সে অ্যান্টিবডি কিট অনুমোদনের নির্দেশনা


১৭ জুলাই ২০২০ ০৯:৫২ | আপডেট: ১৭ জুলাই ২০২০ ১০:৪০

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে করোনা পরীক্ষায় সেরো-সার্ভেইল্যান্সের ক্ষেত্রে IgG ও IgM আলাদা করা যায়— এমন অ্যান্টিবডি কিট অনুমোদনের জন্য পরামর্শ দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদফতরকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরিনের সই করা এক চিঠিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সেরোসার্ভেইল্যান্সের ক্ষেত্রে IgG ও IgM আলাদা করা যায়— এমন অ্যান্টিবডি কিটের প্রয়োজন। কারণ সাম্প্রতিক সংক্রমণ ও আগের সংক্রমণ পৃথক করা না গেলে সেরো-সার্ভেইল্যান্স অসম্পূর্ণ থেকে যাবে। এছাড়া সেরো-সার্ভেইল্যান্স কার্যক্রম প্রাতিষ্ঠানিকভাবে করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে বেসরকারিভাবে এই কার্যক্রম পরিচালনা না করার মতামত দেওয়া হয়।

এ অবস্থায় সেরো-সার্ভেইল্যান্সের ক্ষেত্রে IgG ও IgM আলাদা করা যায়— এমন অ্যান্টিবডি কিট অনুমোদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো বলে উল্লেখ করা হয় চিঠিতে।

IgG ও IgM অনুমোদনের পরামর্শ অ্যান্টিবডি কিট করোনা সেরো-সার্ভেইল্যান্স করোনাভাইরাস জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সেরো-সার্ভেইল্যান্স