Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তথ্য প্রতিমন্ত্রীর বাবার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত


১৬ জুলাই ২০২০ ২৩:২০ | আপডেট: ১৭ জুলাই ২০২০ ০২:২৮

ঢাকা: তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বাবা, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৬ জুলাই)। করোনাভাইরাস সংক্রমণের চলমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে দিনটি পালন করা হয়েছে।

প্রয়াত মতিয়র রহমান মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি। সুদীর্ঘ ২৭ বছর তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

বিজ্ঞাপন

মতিয়র রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যবিধি অনুসরণ করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক, বিভিন্ন ইউনিটের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহকারী পরিচালক, আবাসিক সার্জন, নার্সিং স্টাফ ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারা মতিয়র রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মামুন খান।

এছাড়া মতিয়র রহমান স্মরণে ঢাকা ও জামালপুরসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার জামালপুর জেলা আওয়ামী লীগ ডা. মুরাদ হাসান তথ্য প্রতিমন্ত্রীর বাবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর