Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রসূতিদের জন্য আলাদা করোনা ইউনিট প্রস্তুতের নির্দেশ


১৭ জুলাই ২০২০ ০১:২৮

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে হাসপাতালে প্রসূতিদের জন্য আলাদা কোভিড ইউনিট প্রস্তুত করার পরামর্শ দিয়েছে ‘কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদফতরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরিনের সই করা এক চিঠিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

১০ জুলাই পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশের ভিত্তিতে চিঠিতে জানানো হয়, বিভিন্ন সরকারি হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত ও কোভিড-১৯ আক্রান্ত হন এমন প্রসূতিদের চিকিৎসার জন্য আলাদা ইউনিট গঠনের পরামর্শ দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে প্রসূতিদের জন্য সব (২৫০ শয্যা বিশিষ্ট) সরকারি হাসপাতালে পৃথক কোভিড ইউনিট প্রস্তুত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলে চিঠিতে উল্লেখ করা হয়।

কোভিড ইউনিট নির্দেশ প্রসূতি স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্য মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর