বয়স্কদের নমুনা বাড়িতে গিয়ে সংগ্রহের নির্দেশনা
১৬ জুলাই ২০২০ ২০:৫৮ | আপডেট: ১৭ জুলাই ২০২০ ০০:৫৮
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য ৫০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের নমুনা বাড়িতে গিয়ে সংগ্রহ করার নির্দেশনা দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদফতরকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরিসনের সই করা এক চিঠিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, ১০ জুলাই পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশের ভিত্তিতে চিঠিতে জানানো হয়, কোভিড-১৯-এ প্রবীণরা আক্রান্ত হচ্ছেন বেশি। বিভিন্ন কারণে তারা পরীক্ষার জন্য জন্য নমুনা সংগ্রহের স্থানে যেতে পারছেন না। ফলে তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এজন্য তাদের সহজভাবে অথবা বিশেষভাবে কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করা এবং সম্ভব হলে বাড়ি থেকে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা প্রয়োজন।
এ অবস্থায় প্রবীণ (৫০ বছর বা এর চেয়ে বেশি) ব্যক্তিদের নমুনা পরীক্ষার জন্য বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় চিঠিতে।
করোনা পরীক্ষা কোভিড-১৯ পরীক্ষা জাতীয় কারিগরি পরার্শক কমিটি নমুনা সংগ্রহ বয়স্কদের নমুনা বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্য মন্ত্রণালয়