Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে পোশাককর্মীদেরও কর্মস্থলে থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


১৬ জুলাই ২০২০ ২২:৩০ | আপডেট: ১৬ জুলাই ২০২০ ২২:৫৩

ফাইল ছবি

ঢাকা: এবার ঈদুল আজহার ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো পোশাক খাতের শ্রমিকদেরও কর্মস্থলেই থাকতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানিয়েছেন, সরকারি ছুটির মতো তাদের জন্যও ছুটি থাকছে তিন দিন। পোশাক কারখানার মালিকদের সংশ্লিষ্ট নির্দেশনাগুলো মেনে চলতেও বলেছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহা সামনে রেখে পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস ও ছুটিসহ শিল্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের ছুটি বাড়ছে না, তিন দিনই ছুটি থাকছে। আগেই জানানো হয়েছে, এই ছুটিতে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। একইসঙ্গে ছুটির তিন দিন পোশাক কারখানার শ্রমিকরাও কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

আসাদুজ্জামান খান কামাল বলেন, গার্মেন্টস শ্রমিকদের জুন মাসের বেতন এরই মধ্যে মালিকরা পরিশোধ করেছেন। জুলাই মাসের বেতন-ভাতার বিষয়ে সিদ্ধান্ত নেবে শ্রম মন্ত্রণালয়। বিজিএমইএ’র সঙ্গে বসে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ফাইল ছবি

ঈদুল আজহা ঈদের ছুটি কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা পোশাক খাত পোশাক শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর