লঞ্চের অবৈধ পার্কিং বন্ধের সুপারিশ সংসদীয় কমিটির
১৬ জুলাই ২০২০ ২০:০৮
ঢাকা: সম্প্রতি বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ মর্নিং বার্ড ডুবির ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন চেয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির আগামী বৈঠকে প্রতিবেদন নিয়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া কমিটির পক্ষ থেকে যাত্রীবাহী লঞ্চের অবৈধ পার্কিং বন্ধের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মেজর (অব.) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শাজাহান খান, মাজহারুল হক প্রধান, রণজিত কুমার রায়, আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিটির সদস্য শাজাহান খান সাংবাদিকদের বলেন, ‘লঞ্চ দুর্ঘটনা কমাতে আগেই বেশকিছু সুপারিশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, সদরঘাটে নদীর ওপারে কোনো লঞ্চ পার্কিং করতে পারবে না। বিষয়টি মালিকরা মানতে চায় না। কিন্তু তাদের মানতে বাধ্য করতে হবে। এটি করতে পারলে দুর্ঘটনা কমে যাবে।’
এ ছাড়া ময়ূর-২ লঞ্চডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট চাওয়া হয়েছে। ওই রিপোর্ট নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সুপারিশ করা হবে বলে তিনি জানান।
কমিটির একাধিক সদস্য জানান, সাধারণ মানুষের নিরবছিন্ন চলাচলের ক্ষেত্রে নৌপথ নিরাপদ হলেও নিয়মিত বিরতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে চালকদের অদূরদর্শিতা ও অতিরিক্ত যাত্রীবহন ওই সব দুর্ঘটনার জন্য দায়ী। তাই কমিটির পক্ষ থেকে আগামীতে টিকিটবিহীন কোনো যাত্রী না নেওয়ার সুপারিশ করা হয়েছে। নৌপথের সব যাত্রীর পাশাপাশি লঞ্চ মালিকদের এ সংক্রান্ত নির্দেশনা মানতে হবে। এ জন্য সদরঘাটসহ সব টার্মিনালে যাত্রীদের জন্য ই-টিকেটিং সিস্টেম চালুর সুপারিশ করা হয়েছে।
কমিটির সদস্যরা আশা প্রকাশ করেছেন, ই-টিকেটিং চালূ করা হলে বর্তমানে যাত্রীদের যে হয়রানি ও দুর্ঘটনা ঘটছে তা অনেকাংশে কমে আসবে। অতিরিক্ত যাত্রীবহন ঠেকানো সম্ভব হবে। কারণ নৌপথে যারাই ঘরে ফিরতে চান তাদের অবশ্যই অনলাইনে আগাম টিকিট কাটতে হবে। এ ছাড়া ভিআইপি কিংবা তাৎক্ষণিক সিদ্ধান্তে যারা নৌপথে ঘরে ফিরতে চাইবেন তাদের কর্তৃপক্ষের সম্মতি নিয়ে টিকেট কেটে গন্তব্যের উদ্দেশ্যে ভ্রমণ করতে হবে। এতে নৌপথে একটা শৃঙ্খলা ফিরে আসবে বলেও তারা দাবি করেছেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে করোনা প্রতিরোধে সদরঘাটে যে ব্লিচিং পাউডার ছিটানো ও জুতা ধোয়ার ব্যবস্থা করা হয়েছে, তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদীয় কমিটির সভাপতি। কমিটির সদস্যরা মনে করেন ওই ব্যবস্থা যথেষ্ট নয়।
এ ছাড়া বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)’র সব শূন্যপদ পূরণের সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূরের ২ চালক গ্রেফতার
সদরঘাটে লঞ্চডুবি: প্রতিবেদন সোমবার, ময়ূরের মালিক-চালক পলাতক
লঞ্চডুবিতে হতাহতদের জন্য মন কাঁদছে সাকিব-মুশফিকদের
লঞ্চডুবিতে মৃতদের অধিকাংশ মুন্সিগঞ্জের, ১৬ পরিবারকে ক্ষতিপূরণ
লঞ্চডুবির ঘটনা পরিকল্পিত হতে পারে: প্রতিমন্ত্রী