Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সদরঘাটে লঞ্চডুবি: সুকানি রিমান্ডে, মাস্টারের দোষ স্বীকার


১৬ জুলাই ২০২০ ১৮:১৬ | আপডেট: ১৬ জুলাই ২০২০ ১৮:২১

ঢাকা: রাজধানীর সদরঘাট শ্যামবাজারে বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় দায়ের করা মামলায় এমভি ময়ূর-২’র সুকানি নাসিরুদ্দিন মৃধাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে লঞ্চটির মাস্টার আবুল বাশার মোল্লা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শোকরানা আসামি বাশারের জবানবন্দি রেকর্ড ও নাসিরুদ্দিনের রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

এ সময় মামলাটির তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম দুই আসামিকে আদালতে হাজির করেন। আবুল বাশার মোল্লা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড এবং নাসির মৃধার ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল সারাবাংলাকে এ তথ্য জানান।

গত ১৩ জুলাই ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আবুল বাশার মোল্লাকে গ্রেফতার করে র‌্যাব-১০।বুধবার (১৫ জুলাই) ভোরে বাগেরহাটের বন্দর এলাকায় অবস্থানরত এমভি রাজিব-২ কার্গো জাহাজ থেকে নাসির মৃধাকে গ্রেফতার করে র‌্যাব।

উল্লেখ্য, গত ২৯ জুন সোমবার সকালে ঢাকা থেকে চাঁদপুরের পথে ছেড়ে যায় ময়ূর-২ লঞ্চ। মর্নিং বার্ড লঞ্চটি মুন্সীগঞ্জ ঘাট থেকে ঢাকায় আসছিল। শ্যামবাজারে ময়ূর-২ লঞ্চটি মর্নিং বার্ডকে ধাক্কা দিলে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। লঞ্চডুবির এ ঘটনায় ৩২ জন প্রাণ হারান।

এর পরদিন ৩০ জুন রাতে নৌ-পুলিশের সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শামসুল বাদী হয়ে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে এমভি ময়ূর-২ লঞ্চের মালিকসহ সাতজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

টপ নিউজ মর্নিং বার্ড লঞ্চডুবি সদরঘাট

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর