Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতের ওপর প্রায় ৩৭ লাখ মামলার পাহাড়


১৬ জুলাই ২০২০ ০৮:৩৬ | আপডেট: ১৬ জুলাই ২০২০ ১৩:৫৬

ঢাকা: মামলা জট কমাতে নানা উদ্যোগের পরও দেশের আদালগুলোতে মামলার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ডিসেম্বর পর্যন্ত সারাদেশের মামলা সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮টি।

বুধবার (১৫ জুলাই) সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো তথ্য বিবরণী থেকে এ তথ্য জানা যায়।

মামলার পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন আছে ২৩ হাজার ৬১৭টি মামলা। আর হাইকোর্ট বিভাগে ৪ লাখ ৮৯ হাজার ৬৮টি মামলা। সব মিলিয়ে সারাদেশে মোট বিচারাধীন মামলার সংখ্যা ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮টি।

এদিকে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬ হাজার ৩০৩টি মামলা। হাইকোর্ট বিভাগে ১ লাখ ৩৫ হাজার ২৭৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। আর সারাদেশের অধস্তন আদালতগুলোকে নিষ্পত্তি হয়েছে ১০ লাখ ২৪ হাজার ৩৫৭টি মামলা।

উল্লেখ্য ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৩৩ লাখ ৯ হাজার ৭৮৯টি।

আইন মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর