Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসামে বন্যা: পানিবন্দি ৩৬ লাখ, মৃত ৬৮


১৬ জুলাই ২০২০ ০২:০৪ | আপডেট: ১৬ জুলাই ২০২০ ১০:০৫

ভারতের আসাম রাজ্যের ২৬ জেলায় বন্যা পরিস্থিতির ক্রমাবনতি হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যায় অন্তত ৩৬ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৮ জনের। এখনও, বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র। খবর পিটিআই, বিবিসি, এনডিটিভি।

এদিকে, বুধবার (১৫ জুলাই) আসামের রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে মৃতদের মধ্যে ৬৮ জন বন্যার কারণে এবং ২৬ জন ভূমিধসে প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে রাজ্যের কয়েক হাজার গ্রাম তলিয়ে গেছে। বন্যায় গৃহহীন হয়ে পড়া ৬০ হাজারের বেশি মানুষকে ৪৮০টি নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আসামের কর্তৃপক্ষ।

রাজ্যের বন বিভাগের কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, কাজিরাঙ্গা অভয়ারণ্য’র বিস্তীর্ণ এলাকা বন্যায় তলিয়ে গেছে। কমপক্ষে ৫১ বন্যপ্রাণী’র মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়াও, ১০২ বন্যপ্রাণীকে উপদ্রুত অঞ্চল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

অন্যদিকে, বন্যা উপদ্রুত অঞ্চলে উদ্ধারকাজে অংশ নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক বিধায়ক বন্যা কবলিত অঞ্চলের নারী ও শিশুদেরকে অন্যত্র স্থানান্তর করছেন এমন একটি ভিডিও মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে ছড়িয়ে পড়ার পর ওই বিধায়কের সাহসী ভূমিকা নিয়ে ভারতের নেটিজেনদের মধ্যে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, আসামে প্রতি বছরি ভারি বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও এবার করোনাভাইরাস সংক্রমণের মধ্যে এই বন্যা জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

গত বছরও প্রায় একই সময়ে বন্যায় ভারত, নেপাল এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছিল, সে সময় কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছিল।

বিজ্ঞাপন

আসাম টপ নিউজ পানিবন্দি বন্যা ভারত মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর