সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের
১৫ জুলাই ২০২০ ২৩:৫৭ | আপডেট: ১৬ জুলাই ২০২০ ০০:১১
ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে ছুরিকাঘাতে সজিব (১৮) নামে এক তরুণের মুত্যু হয়েছে। দুই পক্ষের মধ্যে হাতাহাতির জের ধরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর ৬ নম্বর গলির মাথায় সজিবকে ছুরিকাঘাত করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সজিব ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার রুহুল আমিনের ছেলে। কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর মোস্তফা মিয়ার বাড়ির ভাড়া থাকতেন তিনি।
নিহত সজিবের পরিচিত সোহেল বলেন, রাতে পূর্ব রসুলপুর ৬ নম্বর গলির মুখে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল সজিব। পরে আমরা কয়েকজন সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক সজীবকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
সোহেল আরও জানান, সজিব নিউমার্কেটে একটি দোকানে কাজ করতেন। তবে হত্যাকাণ্ডের বিষয়ে আর কিছুই জানাতে পারেননি তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, সজিবের পেটসহ শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
জানতে চাইলে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। গতকাল (মঙ্গলবার) দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছিল। আজ এক পক্ষ আরেক পক্ষকে ছুরিকাঘাত করেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আসামিদের ধরতে অভিযানও শুরু হয়েছে।
কামরাঙ্গীরচর ছুরিকাঘাত টপ নিউজ তরুণ খুন সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব