Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেকেজি’র আরিফুল ও সাঈদ ফের রিমান্ডে


১৫ জুলাই ২০২০ ২১:০৩ | আপডেট: ১৫ জুলাই ২০২০ ২১:১৪

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনুমতি বাতিল হওয়া জেকেজি হেলথকেয়ারের বিরুদ্ধে তেঁজগাও থানায় দায়ের করা মামলায় ওভাল গ্রুপের চেয়ারম্যান ও জেকেজি’র সিইও আরিফুল হক চৌধুরী এবং তার সহযোগী সাঈদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আদালত। তাদের প্রত্যেককে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) গোয়েন্দা পুলিশ আসামিদের আদালতে হাজির করে ফের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৩ জুলাই মামলাটিতে জেকেজির চেয়ারম্যান আরিফুল হক চৌধুরীর স্ত্রী ডা. সাবরিনা আরিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

জানা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ২৭ হাজার রোগীর করোনা টেস্টের রিপোর্ট দেয়। এর বেশিরভাগই ভুয়া রিপোর্ট বলে ধরা পড়ে।

আরিফুল হক চৌধুরী করোনা পরীক্ষা না করে রিপোর্ট জেকেজি জেকেজি হেলথকেয়ার ভুয়া রিপোর্ট সাঈদ চৌধুরী

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর