Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য পরীক্ষার জন্য সাহেদ ঢাকা মেডিকেলে


১৫ জুলাই ২০২০ ১৯:০৩

ঢাকা: প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব সদস্যরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

সাহেদের সঙ্গে থাকা একজন র‌্যাব কর্মকর্তা জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য সাহেদকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে আবার নিয়ে যাওয়া হবে।

বিজ্ঞাপন

সাহেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সাহেদকে কর্তব্যরত চিকিৎসক দেখেছেন। তাকে এক্স-রে ও ইসিজি করতে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ফের ডিবি হেফাজতে দেওয়া হবে।

উল্লেখ্য, র‌্যাবের একটি টিম মো. সাহেদকে আজ (বুধবার, ১৫ জুলাই) ভোরে সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেফতার। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে র‌্যাব জানায়।

গ্রেফতার করার পর তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে সাহেদ ডিবির হেফাজতে রয়েছে। সাহেদের মামলার বিষয়ে ডিবি পুলিশ তদন্ত চালাচ্ছে।

প্রতারক সাহেদ রিজেন্ট হাসপাতাল র‍্যাব সাহেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর