সাহেদকে ডিবিতে হস্তান্তর
১৫ জুলাই ২০২০ ১৭:২৩ | আপডেট: ১৫ জুলাই ২০২০ ১৭:৩১
ঢাকা: রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ডিবি কার্যালয়ের উদ্দেশে রওয়ানা হন র্যাবের সদস্যরা। বিকেল ৫টার দিকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে হস্তান্তর করা হয়।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রতারক সাহেদকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তদন্তকারী সংস্থা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। মামলাটি এখন ডিবিতে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ডাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তরা বিভাগ) উপকমিশনার মো. শফিকুল আলম বলেন, ‘গতকাল সাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় করা মামলাটি ডিবিতে হস্তারের পর বিকেলে আসামি সাহেদকে হস্তান্তর করা হলো।’ এর আগে, রিজেন্টের এমডি মাসুদ পারভেজকেও হস্তান্তর করা হয়।
এর আগে বুধবার (১৫ জুলাই) ভোর ৫ টা ১০ মিনিটে সাহেদকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে র্যাবের বিশেষ দল। শাখরা কোমরপুর গ্রামের লবঙ্গবর্তী নদীতীরের ইছামতি খাল দিয়ে তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে র্যাব জানায়।
সাহেদ স্থানীয় দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন বলেও জানিয়েছে র্যাব।
সাহেদের রিজেন্ট হাসপাতালে গত ৬ জুলাই অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ পর্যন্ত তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন
সিলগালা রিজেন্ট হাসপাতাল
রিজেন্ট হাসপাতালের ৭ জন রিমান্ডে
রিজেন্ট হাসপাতালের সব কার্যক্রম বাতিল
স্বাস্থ্য অধিদফতর ও রিজেন্টের চুক্তিতে যা ছিল
পরীক্ষা ছাড়াই করোনার রিপোর্ট দিত রিজেন্ট হাসপাতাল
রিজেন্ট চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
রিজেন্টের সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদফতর
রিজেন্ট হাসপাতালের প্রতারণা: সাহেদের সহযোগী গ্রেফতার
‘অপরাধ ঢাকতে কৌশল নিয়েছিল রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ’
‘প্রতারণা করে ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে রিজেন্ট হাসপাতাল’
রিজেন্ট হাসপাতালের প্রতারণা: সাহেদের সহযোগী শিবলী রিমান্ডে
কোভিড চিকিৎসা নিয়ে প্রতারণা: রিজেন্ট হাসপাতালে র্যাবের হানা
মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়েই রিজেন্ট হাসপাতালে করোনা চিকিৎসা!
সাহেদের সহযোগী রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ গাজীপুরে গ্রেফতার
স্বাস্থ্য অধিদফতরের কাছে প্রায় তিন কোটি টাকার বিল চেয়েছিল রিজেন্ট
প্রতারণার শেষ নেই রিজেন্ট হাসপাতালের: রক্তের নমুনা নিয়ে ইসিজি পরীক্ষা!
রিজেন্ট হাসপাতালের প্রতারণা: চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা
রিজেন্টের প্রতারণা: সংগৃহীত নমুনা ফেলে রাখা হতো রিজেন্ট হাসপাতালের কর্মকর্তার কক্ষে
করোনাভাইরাস টপ নিউজ প্রতারক চক্র প্রতারণা রিজেন্ট হাসপাতাল সাহেদ