বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রছাড়া করার পরিকল্পনা বাদ
১৫ জুলাই ২০২০ ১৪:২৪ | আপডেট: ১৫ জুলাই ২০২০ ১৫:০৯
নভেল করোনাভাইরাস সংক্রমণের মুখে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রছাড়া করার যে প্রশাসনিক পরিকল্পনা ছিল, বহুপাক্ষিক আইনি চাপে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। খবর বিবিসি।
দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয় ও রাজ্য সরকারের আইনি পদক্ষেপ, বিভিন্ন মহলের চাপের মুখে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়া করার ঘোষণা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন করল যুক্তরাষ্ট্র।
এর আগে, জুলাইয়ের ৬ তারিখ প্রকাশিত এক নির্দেশনায় বলা হয় – যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয় যদি তাদের সমস্ত ক্লাস অনলাইনে করার সিদ্ধান্ত নেয়। তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা বিদেশি শিক্ষার্থীদের (এফ-১ এবং এম-১) ভিসা প্রত্যাহার করে নেওয়া হবে। প্রয়োজনবোধে তাদেরকে জোরপূর্বক যুক্তরাষ্ট্র ছাড়া করা হবে বলেও ওই নির্দেশনায় জানানো হয়েছিল।
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড ও এমআইটির মামলা
সম্প্রতি এমআইটি-হার্ভাডসহ শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো করোনা সংক্রমণের মুখে সকল কোর্স অনলাইনে চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থেকে, ট্রাম্প প্রশাসনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। এছাড়াও, ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটসসহ ১৮ অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলও মার্কিন সরকারের ওই পরিকল্পনার বিরুদ্ধে মামলা করেন।
এ ব্যাপারে মঙ্গলবার (১৪ জুলাই) ম্যাসাচুসেটসের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক অ্যালিসন বারাস জানান, ওই নীতিমালা পরিবর্তনের ব্যাপারে সব পক্ষই সমঝোতায় পৌঁছেছে।
এদিকে নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, ওই সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃপক্ষ পরিচালিত স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের ক্ষেত্রে মার্চে প্রকাশিত আগের নির্দেশনাই বলবৎ থাকছে।
বিদেশি শিক্ষার্থীদের জন্য অনুসরণীয় মার্চের ওই নির্দেশনায় বলা হয়েছিল, বৈশ্বিক মহামারি’র মধ্যে যুক্তরাষ্ট্রে পড়তে আসা বিদেশি শিক্ষার্থীদেরকে প্রয়োজনে তাদের সবগুলো কোর্স অনলাইনে করার সুযোগ দেওয়া হবে। অনলাইনে ক্লাস করলেও তারা শিক্ষার্থী ভিসায় বৈধভাবেই যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবে।
এ নির্দেশনা মহামারি সংক্রমণের মুখে নিজ দেশে ফেরত আসার পর যারা পুনরায় যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ভাবছেন বিদেশি শিক্ষার্থীদের জন্যও প্রযোজ্য হবে।
প্রসঙ্গত, বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের বড় উৎস। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বিদেশি শিক্ষার্থীদের অবদান ছিল ৪৫ বিলিয়ন ডলার। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এফ ক্যাটাগরির তিন লাখ ৮৮ হাজার ৮৩৯ এবং এম ক্যাটাগরির ৯ হাজার ৫১৮ ভিসা ইস্যু করেছিল বলে আইসিই সূত্রে জানা গেছে।