Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহেদকে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব


১৫ জুলাই ২০২০ ১২:৫৬

ঢাকা: গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে র‌্যাব সদর দফতরে নিয়ে ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তাকে নিয়ে অভিযান চালানো হতে পারে।

বুধবার (১৫ জুলাই) সকাল ৯টায় সাহেদকে হেলিকপ্টারে করে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে আনার পর তাকে নেওয়া হয় র‌্যাব সদর দফতরে।

সাতক্ষীরা থেকে ঢাকায় আনা হলো সাহেদকে

র‌্যাবের মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ‘এই মুহূর্তে (সকাল সাড়ে ৯টা থেকে শুরু) তাকে র‌্যাবের গোয়েন্দারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে বিকেল ৩টার দিকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’

র‌্যাবের গোয়েন্দা শাখার একজন কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘জিজ্ঞাসাবাদ শেষে সাহেদকে নিয়ে অভিযান চালানো হতে পারে।’

এর আগে বুধবার (১৫ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে সাহেদকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাবের বিশেষ দল। শাখরা কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীতীরের ইছামতি খাল দিয়ে তিনি গ্রেফতারের সামান্য সময়ের মধ্যেই ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে জানায় র‌্যাব।

সাহেদ স্থানীয় দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন বলেও জানিয়েছে র‌্যাব।

সাহেদের রিজেন্ট হাসপাতালে গত ৬ জুলাই অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ পর্যন্ত তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলার তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন-

পরীক্ষা ছাড়াই করোনার রিপোর্ট দিত রিজেন্ট হাসপাতাল

রিজেন্ট চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিজ্ঞাপন

রিজেন্টের সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদফতর

‘অপরাধ ঢাকতে কৌশল নিয়েছিল রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ’

‘প্রতারণা করে ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে রিজেন্ট হাসপাতাল’

স্বাস্থ্য অধিদফতরের কাছে প্রায় তিন কোটি টাকার বিল চেয়েছিল রিজেন্ট

জিজ্ঞাসাবাদ টপ নিউজ র‍্যাব সাহেদ

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর