শাহজাহান সিরাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
১৫ জুলাই ২০২০ ১১:৪৫ | আপডেট: ১৫ জুলাই ২০২০ ১৭:১২
ঢাকা: বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধে শাহজাহান সিরাজের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ ও তার মেয়ের সঙ্গে ফোনে কথা বলে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার (১৪ জুলাই) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেকমন্ত্রী ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা শাহজাহান সিরাজ মারা ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে মারা যান। শাহজাহান সিরাজের শারীরিক অবস্থা অনেকদিন ধরেই সংকটাপন্ন ছিল।