মানবাধিকার সংগঠনের নামে ‘কমিশন’ ব্যবহারে আদালতের নিষেধাজ্ঞা
১৫ জুলাই ২০২০ ০০:২৫ | আপডেট: ১৫ জুলাই ২০২০ ০১:০৪
ঢাকা: বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে বেসরকারি একটি সংগঠনের নামের ‘কমিশন’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
এ সংক্রান্ত হাইকোর্টের দেওয়া আদেশ মঙ্গলবার (১৪ জুলাই) বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান। এ আদেশের ফলে সাংবিধানিক প্রতিষ্ঠান জাতীয় মানবাধিকার কমিশন ছাড়া কোনো বেসরকারি সংস্থা তাদের নামের শেষ ‘কমিশন’ শব্দ ব্যবহার করতে পারবে না।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও অ্যাডভোকেট বাকির উদ্দিন ভূঁইয়া। অন্যপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. অজিউল্লাহ।
এর আগে, গত ২১ জুন বিচারপতি জে বি এম হাসান ভার্চুয়াল কোর্টে বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে কথিত একটি সংগঠনের নাম থেকে কমিশন শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হানিফের জনস্বার্থে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন তিনি।
পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ওই সংগঠনটি চেম্বার আদালতে আবেদন করেন। চেম্বার আদালত ওই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখলেন।