Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজাহান সিরাজের মৃত্যুতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শোক


১৪ জুলাই ২০২০ ২৩:০৫

ঢাকা: স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো গণস্বাস্থ্য কেন্দ্রর প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সই করা বিবৃতিতে তিনি এ শোক জানান।

শাহজাহান সিরাজ আর নেই

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘শাজাহান সিরাজ ১৯৬২ সালের হামিদুর রহমান শিক্ষা কমিশনবিরোধী আন্দোলন থেকে আরম্ভ করে পরবর্তীতে ১১ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে রাজপথের আন্দোলনে উত্তাল দিনগুলোতে নেতৃত্ব দেন। জাতির ঐতিহাসিক সময়ে ১৯৭১ সালে ৩ মার্চ তিনি স্বাধীনতার ইশতেহার পাঠ করেন।’

তিনি বলেন, ‘‘মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা এবং মুক্তিসংগ্রামের সিপাহসালার শাজাহান সিরাজের ভূমিকা চির স্মরণীয় হয়ে আছে এবং থাকবে। স্বাধীনতার পর ১৯৭৩ সালে তৎকালীন সরকারের অগণতান্ত্রিক ও অরাজনৈতিক কার্যক্রমের প্রতিবাদ করে স্বাধীন বাংলাদেশে ‘জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)‘ গঠনে ভূমিকা পালন করেন শাহজাহান সিরাজ।’’

ড. জাফরুল্লাহ বলেন, ‘চির প্রতিবাদী সংগ্রামী নেতা শাজাহান সিরাজের মৃত্যু বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা শাহজাহান সিরাজ মারা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন।  শাহজাহান সিরাজের শারীরিক অবস্থা অনেকদিন থেকেই সংকটাপন্ন ছিল। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

ইশতেহার মৃত্যু শোক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর