শাহজাহান সিরাজের মৃত্যুতে ড. কামাল হোসেনের শোক
১৪ জুলাই ২০২০ ২৩:০০ | আপডেট: ১৪ জুলাই ২০২০ ২৩:০১
ঢাকা: স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এ শোক জানান।
শোক বার্তায় ড. কামাল হোসেন ও ড. রেজা কিবরিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধকালীন ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ শাজাহান সিরাজ ছিলেন আমৃত্যু সংগ্রামী। মুক্তিযুদ্ধ পরবর্তীকালে বাংলাদেশের রাজনীতিতে তার বিশেষ ভূমিকা ছিল। সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে বিরাট এক শূন্যতার সৃষ্টি হয়েছে।’
বিবৃতিতে শাহজাহান সিরাজের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন ড. কামাল হোসেন ও ড. রেজা কিবরিয়া।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা শাহজাহান সিরাজ মারা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। শাহজাহান সিরাজের শারীরিক অবস্থা অনেকদিন থেকেই সংকটাপন্ন ছিল। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।